লেবেল

সোমবার, ১৫ জুন, ২০১৫

পুকুরে ডুবে ৩ সহোদরের মৃত্যু

পুকুরে ডুবে ৩ সহোদরের মৃত্যু
পুকুরে ডুবে ৩ সহোদরের মৃত্যু

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় গ্রামে পুকুরে ডুবে তিন সহোদরের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- আমিন (১০), শামীম (৮) ও আল-আমিন (৬)। তারা উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের আজাহারের ছেলে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, বাড়ির উঠানে তিন ভাই খেলা করছিল। খেলার ছলে হঠাৎ তারা পাশের পুকুরে পড়ে যায়।অনেক খোঁজাখুঁজির পর তাদের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়।